শেরপুর প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলামের নিজস্ব তহবিল থেকে ৭৫০ জন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯ মার্চ শনিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার স়ভাপতি ও আল্লামা মামুনুল হকের রিক্সা প্রতীক শেরপুর সদর-১ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম।ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ভাটারা থানার সমাজ কল্যাণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: গোলাম মোস্তফা, বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি রহুল আমীন, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল বাশার, সহ- সাংগঠনিক সম্পাদক মুফতি বেলাল হোসাইন হাবিবী, সদস্য সচিব মুফতি নুর হোসেন, জেলা ছাত্র মজলিসের আহ্বায়ক মো: সিদ্দিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মো: রেজাউল করিম, জেলা শ্রমিক মজলিসের আহ্বায়ক মাওলানা আলামিন খান সহ আরো অনেকে।শেরপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে মোট ৭৫০ জন হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাউল, ডাল, আলু, পিয়াজ, সয়াবিন তৈল, সেমাই, দুধ, চিনি, নুডলস্।
Leave a Reply