সাবেক আইন সচিব ও মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা কানাডিয়ান প্রবাসী ইমিগ্রেশন আইনজীবী এম এ হক কায়জার এর সাথে আড়াইহাজার সাংবাদিক ইউনিয়ন এর সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মত বিনিময় করেন। এসময় এম এ হক কায়জার সাংবাদিকদের বলেন আপনারা নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরবেন সকল জনসাধারন রাষ্ট্রের কল্যাণে সংবাদ মাধ্যম অগ্রনী ভুমিকা পালন করা আপনাদের নৈতিক দ্বায়িত্ব। সারা দেশের মত বিগতদিনগুলোতে আড়াইহাজারের মানুষ নিসপেশিত হয়ে ১৭ টি বছর অবর্ননীয় দুঃখ কষ্টে কাটিয়ে ছে। পূনরায় যেন কোন অত্যাচারীর হাতে নেতৃত্ব না যায় সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন আড়াইহাজার সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মাহাবুব মোল্লা -সাধারণ সম্পাদক খোরশেদ আলম -সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন -সহসভাপতি নজরুল ইসলাম – কাউসার আহমেদ -সাংগঠনিক সম্পাদক শাহেদুররহমান- যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম তারেক -সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহাজাহান স্বপন-ধর্ম বিষয়ক সম্পাদক মবিন ভূঁইয়া – প্রচার প্রকাশনা সম্পাদক আপেল মাহমুদ – কর্যকরি সদস্য সিরাজুল ইসলাম – হাবিবুর রহমান হবীব হস বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। _ নারায়ণ গন্জ জেলার আড়াই হাজার উপজেলাধীন পাঁচ গাও গ্রামের কৃতিসন্তান সাবেক আইন সচিব ও মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা খন্দকার মাজহারুল হক কাইজার এল এল বি, এল এল এম, ( ব্রাসেলস ) জুরিস ডক্টর ( কানাডা) স্কলার ,জর্জটাউন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র কমিশনার , অন্টারিও প্রদেশ , কানাডা । সাহেবের সৌজন্যে পাঁচ গাও গ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেন । এতে অংশগ্রহণ করেন সাংবাদিক ইউনিয়ন আড়াই হাজার এর সাংবাদিক নেতৃবৃন্দ । পরিশেষে জনাব কাইজার সাহেব উপস্থিত সকল সাংবাদিক ও আড়াই হাজারের সর্বস্তরের জনগণ কে ঈদের শুভেচ্ছা জানান । এবং সাংবাদিকদের সম্মানে মধ্যাহান্য ভোজের আয়োজন করেন ।
Leave a Reply