শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার নালিতাবাড়ী পৌর শহরের নিজপাড়া এলাকার শত বছরের পুরনো শ্মশানটি এখন বিলীন হওয়ার পথে। ভোগাই নদীর ভাঙনের কবলে পড়ে দিনে দিনে সংকুচিত হয়ে আসছে এলাকার একমাত্র এই শ্মশানটি। প্রায় ৬০০ পরিবারের শেষকৃত্যের একমাত্র নির্ভরযোগ্য স্থান এই শ্মশানটি এখন চরম অনিশ্চয়তার মুখে।স্থানীয় বাসিন্দারা জানান, নদীভাঙনের কারণে শ্মশানের বেশিরভাগ অংশ ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে। বারবার পানি উন্নয়ন বোর্ডে আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে যে কোনো সময় পুরো শ্মশানটি নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।নিজপাড়া এলাকার বাসিন্দা রাখাল চন্দ্র বলেন, “আমাদের পূর্বপুরুষের স্মৃতি জড়িয়ে আছে এই শ্মশানের সাথে। এখানে আমাদের ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করা হয়। এখন সেটাই হারানোর পথে।স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি সম্পর্কে অবগত হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত নদী শাসন এবং শ্মশান রক্ষার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।তবে প্রবীণদের মতে, নদী তীর সংরক্ষণের জন্য জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে শুধু শ্মশানই নয়, আশপাশের বসতবাড়িও হুমকির মুখে পড়বে।তবে এলাকাবাসীর দাবি, দেরি না করে দ্রুত অস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হোক, যাতে শত বছরের পুরনো শ্মশানটি রক্ষা পায় এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোনো বিঘ্ন না ঘটে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি জানান, আমি বিষয়টা অবগত হলাম। আমি পুনরায় আবেদনের প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে এ বিষয়ে কথা বলবো।
Leave a Reply