শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৭৩৬ বোতল মদ সহ মাদক কারবারি মো. নাছির মিয়া(৪২)কে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৩মে) ভোরে উপজেলার পোড়াগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাছির মিয়া উপজেলার মানিক চাঁনপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার পোড়াগাঁও এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৭৩৬বোতল মদ সহ মাদক কারবারি মো. নাছির মিয়াকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২৩লাখ ৮৬হাজার টাকা। গ্রেফতারকৃত নাছির মিয়াকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শুক্রবার দুপুরে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে।
Leave a Reply