
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার মসিদপুর শিক্ষা উন্নয়ন পাঠাগারের উদ্যোগে বিকেলে পাঠাগার চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সহ-সভাপতি সুলতানুল হক। এতে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মান্দা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক নজরুল ইসলাম, মজিদপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আলম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply