
উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর রাণীনগরে বজ্রপাতে জাহের আলী (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জাহের আলী উপজেলার গোনা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আফছার আলীর ছেলে। জানা গেছে, ্উপজেলার কৃষ্ণপুর গ্রামের আফছার আলীর ছেলে জাহের আলী রবিবার সকালে গরু ও ছাগল নিয়ে কৃষ্ণপুর মাঠে যায়। সকাল আনুমানিক ১০ টায় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। রাণীনগর থানার এসআই তাহের আলী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোন বাদি না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply