
সময় বাংলা নিউজঃ
আড়াইহাজারের জনগন বিএনপির নির্যাতিত নেতাকর্মীদেরকে হৃদয়ের মনিকোঠায় ঠাঁই দিয়েছে দাবী করেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের কারানির্যাতিত নেতা শাখাওয়াত হোসেন পরান। তিনি আরও দাবী করেন বিএনপির নেতা কর্মীরা সাইবার সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিনত হয়েছে দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো।আমরা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী, আমরা বেগম খালেদা জিয়ার শান্তিপূর্ণ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের পরীক্ষায় পাশ করে গনতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে চুরান্ত বিজয়ের দ্বারপ্রান্তে। কিন্তু আমাদের হিংসা, প্রতিহিংসা, শত্রুতা, গ্রুপিং, কিছু অতি উৎসাহী নেতাকর্মী ও অনুপ্রবেশকারীদের কর্মকাণ্ডের কারনে দলের সুনাম প্রশ্নবিদ্ধ হচ্ছে, সাথে আছে পতিত পলাতক নিষিদ্ধ গনহত্যাকারী সংগঠন আওয়ামী দোষরদের ইন্দন এবং সম্ভাব্য প্রধান বিরোধীদল জামায়েতে ইসলামির জনমত তৈরী করার জন্য মগজ ধোলাইয়ের অপকৌশলের রাজনীতি, এখন দেশের সুশিলরাও যেন বিএনপির প্রতিপক্ষ সুযোগের অপেক্ষায় থাকে সুযোগ পেলে তারাও বিএনপিকে ছাড় দেয়না। বিএনপির নেতাকর্মীদের ১৭বছরের সেক্রিফাইস, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ১৭বছর একটা ফ্যাসিবাদী দানবের সাথে সংগ্রাম অব্যহত রাখতে বিএনপির নেতাকর্মীরা গুম খুন পঙ্গু হয়েছে, অনেকে নিঃস্ব হয়েছে, কারাগারে যেতে হয়েছে, হামলা মামলা নির্যাতনের স্বীকার হতে হয়েছে। আড়াইহাজার উপজেলায় বিএনপির নির্যাতিত নেতাকর্মীদেরকে জনগন হৃদয়ের মনিকোঠায় ঠাঁই দিয়েছে তাই ঈর্ষান্নিত হয়ে কিছু চক্রান্তকারী অপপ্রচারকারী সেইসব নেতাকর্মীদের প্রশ্নবিদ্ধ করতে চাইছে। বর্তমান অবস্থা বিবেচনায় আমাদের উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, প্রতিনিয়ত বাড়ছে অপরাধ, খুন, চুরি, মাদক সক্রান্ত অপরাধ, ডাকাতি, কিশোর গ্যাং, সক্রিয় সাইবার ক্রাইম সহ নানাবিধ অপরাধ।আমাদের আড়াইহাজার উপজেলা বিএনপিতে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই সহ আরও ৪/৫ জন। আমাদের সকল নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্য করে বলতে চাই দলীয় নমিনেশন চুরান্ত হতে খুবই অল্প সময় বাকি তাই সকলে ধৈর্য্য ধারন করুন, সংযত হোন, কারন চুরান্ত পর্যায়ে একজন প্রার্থী নিয়ে ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে আমাকে আপনাকে সকলকে।আসন্ন নির্বাচনে,স্বনির্ভর, স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, গনতান্ত্রীক বাংলাদেশ বিনির্মানের মার্কা “ধানের শীষ”কে বিজয়ী করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নাই। ব্যাক্তির চেয়ে দল বড়।
Leave a Reply