
উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর পোরশায় একটি খাস পুকুরকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় শাহজামান (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহজামান উপজেলার নিতপুর ইউপির অনন্তপুর গ্রামের মনতাজের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ হত্যার ঘটনায় বুধবার রাতেই এক ঝটিকা অভিযান চালিয়ে এজাহার ভুক্ত ৪ নারী আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নারী আসামির হলেন, অনন্তপুর গ্রামের সালাম ওরফে কালুর স্ত্রী সাহেবা (৩৭), সাইদুর রহমানের স্ত্রী হালিমা (৩৬), আলমের স্ত্রী ইয়াসমিন (৩৪) এবং আসাদুলের স্ত্রী রুমা খাতুন(২৬)। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার(৬ অক্টোবর) দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোরশার অনন্তপুর মৌজার ১নং খতিয়ান ভুক্ত জেএল নং-২১৫ একটি খাস পুকুরের ১৭ শতাংশ জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার সকালে ওই পুকুরে মাছের পোনা অবমুক্ত করতে যান শাহজামান। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে হামলা চালিয়ে এলোপাথাড়িভাবে বেদম মারপিট করতে থাকে। খবর পেয়ে তার বড় ভাই, ভাবি ও ভাতিজা শাহজামানকে রক্ষা করতে গেলে তাদেরকেও প্রতিপক্ষরা হামলা চালিয়ে মারপিঠ করে। এতে শাহজামান ও তার বড় ভাই উজির, বড়ভাবী হাবিবা বেগম এবং ভাতিজা নাইমুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাজামান বুধবার বিকেলে মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই নাজির বাদি হয়ে ১৪ জনকে আসামি করে পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনা এজাহারভূক্ত ৪জন আসামিকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার করার পুলিশী চেষ্টা অব্যহত আছে বলেও তিনি আরো জানান।
Leave a Reply